কুড়িগ্রামের উলিপুরে চায়না জালে ১০ ফিট লম্বা অজগর সাপ আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে শনিবার (৯ আগষ্ট) বিকেলে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকিরের চর এলাকায় ব্রহ্মপুত্র নদে।
প্রতক্ষ্যদর্শী সুত্রে জানা যায়, আমজাদ আলী নামের এক ব্যক্তি ব্রহ্মপুত্র নদে মাছ ধরার জন্য চায়না ডারকি জাল বসান। পরে বিকেলে নদ থেকে জাল তুললে মাছের সাথে একটি অজগর সাপ দেখতে পান। এসময় স্থানীয়দের সহযোগিতায় ১০ ফিট দৈর্ঘের অজগর সাপটি উদ্ধার করেন।
পরে খবর পেয়ে বনবিভাগের কর্মী নাঈম ইসলাম সহ স্নেক রেসকিউ টিম (WSRTBD) এসে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন।
উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আব্বাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা বন বিভাগ কর্মকর্তা ফজলুল হক জানান, অজগর সাপটিকে উদ্ধার করে রংপুর চিড়িয়াখানায় প্রেরন করা হয়াছে।




