ঢাকা | মঙ্গলবার
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাজার সিন্ডিকেট নির্মূল করেছি, নির্বাচনের আগে দুর্নীতিও দূর করব

বাজার সিন্ডিকেট নির্মূল করেছি, আগামী নির্বাচনের আগে দুর্নীতিও দূর করবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে তিনি এ কথা জানান।

শেখ বশিরউদ্দীন বলেন, বাজার ব্যবস্থাপনায় সিন্ডিকেটকে নির্মূল করতে পেরেছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুর্নীতিও দূর করব।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের আগে চাকরির জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব, জ্বালানি সংকট দূর করার মধ্যবর্তী ধাপে উত্তীর্ণ হতে পারবে।

রিজার্ভ বৃদ্ধিসহ গত এক বছরে অনেক অর্জন হয়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।

সংবাদটি শেয়ার করুন