ঢাকা | শনিবার
১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয়ে প্রধান উপদেষ্টা, নিরাপত্তা জোরদার

উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো সচিবালয়ে এলেন। অন্তর্বর্তী সরকার প্রধানের সচিবালয়ে আসাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে তিনি ৫ নম্বর গেট (প্রেসক্লাবের দিকে) দিয়ে সচিবালয়ের প্রবেশ করেন।

সচিবালয়ে নতুন নির্মিত এক নম্বর ভবনের ৫ তলায় সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার আগমন ঘিরে সচিবালয়ে কয়েক স্তরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এক নম্বর গেট ছাড়া অন্য কোনো গেট দিয়ে গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি। এক নম্বর গেটে সোয়াত সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন