জয়পুরহাটে জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আকতার চৌধুরী বুধবার সকালে- জেলা কারাগার পরিদর্শন করেছেন।
এ সময় তিনি কয়েদী ও হাজতীদের রান্নার জন্য জেলা গনপূর্ত বিভাগের নির্মিত- জ্বালানি সাশ্রয়ী পরিবেশ বান্ধব এক বিশেষ ধরনের চুলা কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন ।
তৎক্ষণাৎ জ্বালানি সাশ্রয়ী পরিবেশ বান্ধব এ চুলা জেলা কারাগারের রান্নাঘরে প্রতিস্থাপন করা হয়। ফলে এখন থেকে কয়েদী ও হাজতীদের জন্য এই চুলাতেই যাবতীয় রান্নার কাজ করা হবে।
ডেপুটি কমিশনারের আজকের জেলা কারাগার পরিদর্শনকালে- অন্যান্যের মধ্যে- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমিনা শারমীন, ভারপ্রাপ্ত জেল সুপার আব্দুর রউফ, জেলার মুশফিকুর রহমান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট জেলা কারাগারের জেলার মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।




