ঢাকা | মঙ্গলবার
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে ভোট গণনা প্রক্রিয়া সহজীকরণ বিষয়ে ব্যতিক্রমী ড্যামি নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ভোট গণনা প্রক্রিয়া সহজীকরণ বিষয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী ড্যামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাট জেলা পরিষদের সহযোগিতায় সোমবার সকালে মরহুম মজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে এ ড্যামো নির্বাচনে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকুর রহমান তামিম ও তার দল অংশগ্রহণ করে।

এ অনুষ্ঠানে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোট গ্রহণ এবং ত্রুটিমুক্ত ভোট গণনা প্রক্রিয়া অভিনয়ের মাধ্যমে শিক্ষার্থীরা উপস্থাপন করে। সেই সাথে আধুনিক পদ্ধতিতে ভোট গ্রহণ ও গণনা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

এতে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন