জয়পুরহাটে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ভোট গণনা প্রক্রিয়া সহজীকরণ বিষয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী ড্যামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট জেলা পরিষদের সহযোগিতায় সোমবার সকালে মরহুম মজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে এ ড্যামো নির্বাচনে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকুর রহমান তামিম ও তার দল অংশগ্রহণ করে।
এ অনুষ্ঠানে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোট গ্রহণ এবং ত্রুটিমুক্ত ভোট গণনা প্রক্রিয়া অভিনয়ের মাধ্যমে শিক্ষার্থীরা উপস্থাপন করে। সেই সাথে আধুনিক পদ্ধতিতে ভোট গ্রহণ ও গণনা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
এতে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।




