অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতির চিত্র নেতিবাচকভাবে প্রকাশ করা হচ্ছে, বাস্তত চিত্র এমন নয়। সোমবার (৪ আগষ্ট) সকালে ঢাকায় একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উন্নয়ন ও সংস্কার যাদের চোখে পাড়ে না, তারা অন্তর্দৃষ্টি দিয়ে দেখে না।
সোমবার সকালে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস সংক্রান্ত গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার অনেক জুনিয়র অর্থনীতিবিদ আছেন যারা শুধু সরকারের ভুল আর নেতিবাচক বিষয়গুলোই দেখেন। শুধু বলেন, এটা নেই, ওটা নেই। কিন্তু ভালো দিকগুলোর প্রতিও নজর দেয়া জরুরি।
তিনি বলেন, তবে সরকারের ভুল যে নেই, তা নয়। সমালোচনা করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই।




