ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে বাসচাপায় প্রাণ গেল যুবকের

ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুণ্ডা নামক স্থানে বাসচাপায় মুমতাজ আলী (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার (০২ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে ফরিদপুর সদর উপজেলার বাখুণ্ডা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ফরিদপুরের আটরশি থেকে যশোরগামী বাসটি বাখুণ্ডা ব্রিজ পার হলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় যাত্রীরা লাফ দিয়ে এদিক সেদিক নামতে থাকলে মুমতাজ আলী গাড়ির পিছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত মুমতাজ আলী যশোরের সদর উপজেলার তেজরোল গ্রামের বাসিন্দা।

এবিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, আটরশি থেকে যশোরগামী বাসটি বাখুণ্ডায় এসে ব্রেকফেল করলে যাত্রীরা লাফ দিয়ে নামার চেষ্টা করে। এতে এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে এবং ঘাতক বাসটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন