ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

লাশ সনাক্তে ডিএনএ টেস্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ দুপুরে রাজধানীর রায়েরবাজারে জুলাই শহিদদের গণকবর পরিদর্শন ও কবর জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এ তথ্য জানান।

তিনি বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তকরণের পর শহিদ পরিবারগুলো চাইলে লাশ নিজ নিজ গ্রামে নিয়ে গিয়ে সমাহিত করতে পারবেন। রায়েরবাজার গণকবরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ১১৪ জনের লাশ সমাহিত করা হয়েছে বলে তিনি জানান।

গণকবর নির্মাণের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দেশের বড় সমস্যা হলো দুর্নীতি। দুর্নীতি না কমলে কিছুই ঠিক হবে না। শহিদের কবরেও নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। তিনি গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে নিম্নমানের ইট পরিবর্তন এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে নির্দেশ দেন।

উপদেষ্টা জানান, ডিএনএ টেস্টের প্রক্রিয়ায় ময়নাতদন্তও সম্পন্ন হবে এবং এ কাজে ডাক্তারসহ একটি বিশেষজ্ঞ কমিটি দায়িত্ব পালন করবে। এ ছাড়া তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট একাধিক মামলা বিচারাধীন রয়েছে এবং কিছু মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব এসব মামলা নিষ্পত্তির আশ্বাস দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা পরে রাজধানীর মোহাম্মদপুরে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)-২ এর ব্যারাক এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২ এর সদর দপ্তর পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন