ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যারিস্টার হলেন শাহরিয়ার খান সাগর

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ঐতিহ্যবাহী খান বাড়ীর ছেলে মো. শাহরিয়ার খান সাগর এখন ইংল্যান্ড ও ওয়েলসের একজন ব্যারিস্টার।

গত ২৪ জুলাই, লন্ডনের ঐতিহ্যবাহী অনারেবল সোসাইটি অব লিংকনস ইন (Honourable Society of Lincoln’s Inn) তাঁকে ব্যারিস্টার অ্যাট ল হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।

শাহরিয়ারের শিক্ষা জীবনের শুরু মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। এরপর তিনি ক্যামব্রিয়ান কলেজ থেকে এইচএসসি শেষ করেন। এরপর চলে যান যুক্তরাজ্যে। সেখানকার ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যাচেলর অব ল (LL.B) ডিগ্রি অর্জন করেন।
পরে বিপিপি ইউনিভার্সিটি, লন্ডন থেকে ব্যারিস্টার ট্রেইনিং কোর্স (Bar Professional Training Course) সম্পন্ন করেন।

শাহরিয়ার বলেন, এই অর্জন শুধু আমার নয়। এটা আমার পরিবারের, বিশেষ করে আমার বাবার স্বপ্নপূরণ। তিনি চাইতেন আমি ব্যারিস্টার হই। আজ আমি সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি।

তিনি আরও বলেন, “আমার মা, ভাইবোন, মামা ও আত্মীয়রা সব সময় পাশে থেকেছে। তাদের দোয়া ও ভালোবাসা ছাড়া এটা সম্ভব হতো না।

শাহরিয়ার এখন চান, নিজের জ্ঞান ও অভিজ্ঞতা দেশের মানুষের সেবায় লাগাতে।
আমি চাই, আইনের মাধ্যমে মানুষ যেন ন্যায়বিচার পায়। আইন যেন শুধু পেশা না হয়, মানুষের জন্য ভরসার জায়গা হয়।

সংবাদটি শেয়ার করুন