ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ৫ আগস্টকে সামনে রেখে দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা ইতোমধ্যেই নেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযান প্রসঙ্গে তিনি বলেন, “নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ডিএমপি যে কোনো সময় বিশেষ অভিযান পরিচালনা করতে পারে। এটি তাদের নিজস্ব সিদ্ধান্তের অংশ এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়।

রংপুরের গংগাচড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এই হামলায় যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা রাখুন।

সংবাদটি শেয়ার করুন