জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদের খসড়া তৈরি করে আজ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে। আগামী ৩০ জুলাই, ২০২৫ তারিখ রোজ বুধবার দুপুর ১২.০০টার মধ্যে খসড়ার বিষয়ে তাদের মতামত প্রদানের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে। কমিশন ও রাজনৈতিক দলগুলোর সূত্রে এটা জানা গেছে।
সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য হয়েছে সেগুলোকে অন্তর্ভু্ক্ত করেই জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ঘোষণার পাশাপাশি সংবিধান ও রাষ্ট্রীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেসব সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে ঐকমত্যে পৌঁছেছে। সেগুলোকে অন্তর্ভু্ক্ত করেই জুলাই সনদের খসড়া তৈরি করা হয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যস্ততায় চূড়ান্ত পর্যায়ে পর পর ২০ দিন বৈঠক শেষে এ খসড়া তৈরি করা হয়। এর আগে একক ও যৌথভাবে বেশ কয়েকদফায় বৈঠক করে ঐকমত্য কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐকমত্য কমিশন গঠিত হয় ৬ টি সংস্কার কমিশনের প্রধানকে নিয়ে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রিয়াজ কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে ঐকমত্য প্রতিষ্ঠার বৈঠকগুলোতে সভাপতিত্ব করেন।
জুলাই সনদের খসড়ার ব্যাপারে ২/৩ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের চূড়ান্ত মতামত দিবে। সেটা বিবেচনায় নিয়ে ৫ আগস্টের আগেই জুলাই সনদ চূড়ান্ত হওয়ার কথা। রাজনৈতিকগুলোর নেতৃবৃন্দেরে স্বাক্ষরসহ জুলাই সনদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
৫ আগস্ট হাসিনা সরকারে পতন দিবস ও জুলাই বিপ্লবের বার্ষিকী ও ৮ আগস্ট ড . ইউনূস সরকারর দায়িত্ব গ্রহণের বছরপূর্তির মধ্যে যে কোন দিন জাতির উদ্দেশ্য ভাষণ দেয়ার কথা রয়েছে। সেদিন তিনি নির্বাচনের সম্ভাব্য সময় ইতোপূর্বে ঘোষিত আগামী এপ্রিলের প্রথমার্ধের পরিবর্তে ফেব্রুয়ারির প্রথমার্ধে করার আনুষ্ঠানিক ঘোষণাও দিতে পারেন।




