ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সান্তাহার রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মেরিন ইঞ্জিনিয়ার জয়ের

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলগেটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ছুটিতে আসা মটরসাইকেল আরোহী নাছিম আহমেদ জয় (৩১) নামের এক মেরিন ইঞ্জিনিয়রের। নিহত জয় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারভোগ চকসোনার গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে। রবিবার বেলা দেড় টায় সান্তাহার রেলগেটে লালমনি এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, মেরিন ইঞ্জিনিয়ার নাছিম আহমেদ জয়। তিনি গত দশ দিন আগে আমেরিকা থেকে ছুটিতে আসেন। সকালে বাড়ি থেকে বেড়িয়ে মটরসাইকেলযোগে নওগাঁ যাচ্ছিলেন। রবিবার বেলা দেড়টায় তিনি সান্তাহার রেলগেট অতিক্রম করছিলেন। এসময় লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস আন্ত:নগর ট্রেন সান্তাহার রেলগেটে পৌঁছলে তিনি অসাবধানতা বশত রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। গেটম্যানরা বাঁশি বাজালেও তিনি সুনছিলেন না। এরপরই ট্রেনের সাথে ধাক্কা খেয়ে মাথা, চোখ ও মুখ থেতলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার ব্যবহৃত মটরসাইকেলটি ভেঙেচুরে যায়। এর পরপরই সেখানে দায়িত্বরত গেটম্যান শুভ ও পারভেজ ভয়ে পালিয়ে যায়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, মটরসাইকেল নিয়ে অসাবধানতা বশত রেললাইন পার হওয়ার চেষ্টার সময় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন