ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িতে অগ্নিসংযোগ

পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাফিজুর রহমান হাফিজ (৪৫) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষের পরদিন প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটেছে।

জানা যায় শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে দুটি মসজিদ নির্মাণ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে অংশ নেন প্রায় ২০০ থেকে ২৫০ জন। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাফিজুর রহমান হাফিজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৬ জুলাই) দুপুরে তিনি মৃত্যু বরণ করেন।

হাফিজের মৃত্যুর পর শনিবার বিকালে উত্তেজিত গ্রামবাসীরা প্রতিপক্ষের প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগ করে। কয়েকটি বাড়িতে লুটপাটের অভিযোগ প্রতিপক্ষের।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কয়েকটি দল হাজির হয় সেখানে। এ ব্যাপারে বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, (শুক্রবার) মসজিদ নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। অনেকেই আহত হয়েছিলেন। তাদের মধ্যে একজন (শনিবার) মারা গেলে উত্তেজনা আবারও বাড়ে এবং কিছু বিক্ষুব্ধ ব্যক্তি প্রতিপক্ষের ঘরে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন