আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে উল্লেখ্য করেছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪ রাজনৈতিক দল-জোটের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
মোস্তফা জামাল বলেন, দেশে যে অরাজকতা তার একমাত্র সমাধানের পথ নির্বাচন এটা সরকার বুঝতে পেরেছে। আজ থেকে এক বছর আগে যে ফ্যাসিস্ট শক্তি উৎখাত হয়ে গেছে তাদের পুনর্বাসন করার কোন সুযোগ আমরা দেব না।




