ঢাকা | শনিবার
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে ১৩ মামলার পলাতক আসামি সাত বছর পর গ্রেফতার

ঈশ্বরদীতে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন ও মারামারির মামলাসহ ১৩টি ওয়ারেন্টভুক্ত মামলার পলাতক এক আসামিকে সাত বছর পর গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

বুধবার (২৩ জুলাই) রাতে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এএসআই) ওবাইদুল ইসলামের নেতৃত্বে ঈশ্বরদী শহরের পিয়ারাখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মকলেছ ওরফে ভাগিনা মকলেছ (৪০) ঈশ্বরদীর গোকুলনগর এলাকার মঞ্জিল সরকার এর ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মকলেছ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চুরি, ছিনতাই, খুন, মারামারি ও ডাকাতিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় আদালত থেকে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এএসআই ওবাইদুল ইসলাম বলেন, আসামিকে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন