ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সরকার কোন লবিস্ট নিয়োগ করেনি: বাণিজ্য উপদেষ্টা

মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষাপটে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন স্পষ্ট করে বলেছেন, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং এই ইস্যুতে সরকার কোনো লবিস্ট নিয়োগ করেনি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমরা গত পরশু যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে একটি চিঠি দিয়েছি। এখন আমন্ত্রণ ও জবাবের অপেক্ষায় আছি। আশা করছি, আগামীকাল (শুক্রবার) একটি অনলাইন মিটিং হবে, সেখানেই আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবো।

তিনি বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে লবিস্ট নিয়োগের আলোচনা থাকলেও সরকারের পক্ষ থেকে কোনো লবিস্ট নিয়োগ করা হয়নি।”

তিনি আরো বলেন, এই প্রক্রিয়ায় আন্তঃমন্ত্রণালয় সমন্বয়, আইনি কাঠামো এবং নীতিগত দিকগুলো গুরুত্বপূর্ণ, যা লবিস্টদের জন্য অনুধাবন করা কঠিন। তাই আমরা নিজেরাই আমাদের অবস্থান তুলে ধরছি এবং সে অনুযায়ী গত ১৫ দিন ধরে দিন-রাত কাজ করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত যুক্তরাষ্ট্রকে সুবিধা দিয়ে দেশের স্বার্থ ক্ষুণ্ণ করা হয়েছে — এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এটি সম্পূর্ণ অবান্তর মন্তব্য। আমি নিজেও একজন বাংলাদেশি, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে কাজ করার প্রশ্নই ওঠে না। যদি ক্ষতি করতেই হতো, তবে এত আন্তঃমন্ত্রণালয় সভা করার দরকার হতো না।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা আজ-কালকের মধ্যে অনলাইন বৈঠকের সিডিউল চাচ্ছি। বৈঠক হলে বুঝা যাবে যুক্তরাষ্ট্রের অবস্থান। আশা করছি, আগস্টের আগেই আমন্ত্রণ পাবো।

সংবাদটি শেয়ার করুন