ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

‘সরকার বললে চলে যাব’, পদত্যাগ ইস্যুতে শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, নিজে থেকে যাওয়ার অভিপ্রায় নেই, আমার নিয়োগকর্তা যদি মনে করেন, আমার ব্যত্যয় হয়েছে তবে চলে যাবো। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ব্যত্যয় হয়েছে বলে মনে করি না।

এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিতে দেরি হওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেয়া যায় না। এটি একক সিদ্ধান্তে হয় না। এ জন্য দেরি হয়েছে। গভীর রাতে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পিছিয়ে যাওয়া পরীক্ষার তারিখ দ্রুত সময়ে জানিয়ে দেওয়া হবে।

শিক্ষা সচিবকে প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, শিক্ষা সচিবকে সরকারের উচ্চপর্যায় থেকে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে আমি কিছু জানতাম না।

সংবাদটি শেয়ার করুন