ঢাকা | শনিবার
১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ ভারতীয় প্রধানমন্ত্রীর, বাংলাদেশের পাশে থাকার বার্তা

ঢাকায় ঘটে যাওয়া এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, “ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখিত বোধ করছি, যেখানে মৃতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ভারত বাংলাদেশের পাশে আছে এবং এই দুঃসময়ে সম্ভাব্য সকল সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন