ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে কারফিউ প্রত্যাহার, ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে ১৪৪ ধারা কার্যকর শুরু হয়েছে। এর আগে রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বহাল ছিল।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান শনিবার রাত সাড়ে দশটায় ১৪৪ ধারা জারি করেন।

এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গত বুধবার গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়। এ পরিস্থিতিতে জারি করা হয় কারফিউ। এ ঘটনায় গুলিবিদ্ধ আরো একজন বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসন পরিস্থিতি বিবেচনায় মাঝে মাঝে বিরতি দিয়ে কারফিউ অব্যাহত রেখেছে। শনিবার রাত আটটা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বহাল ছিল। সকাল ছয়টায় কারফিউ শেষে জেলাব্যাপী শুরু হয়েছে ১৪৪ ধারা। পরীক্ষার্থী, শিক্ষার্থী, জরুরি সেবাসমূহ ও সরকারি অফিস আদালত ১৪৪ ধারার বাইরে রয়েছে। তবে জেলায় যেকোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ রয়েছে।

সকালে সীমিত সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষাসহ পাঠদান অব্যাহত রয়েছে। চলছে যানবাহন। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন