পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পুকুরে একটি জীবন্ত ইলিশ ধরা পড়েছে। শনিবার দুপুরে ইউএনও রবিউল ইসলাম এর উপস্থিতিতে জাল দিয়ে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে ইলিশ মাছটিও উঠে আসে।
এসময় আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন উপস্থিত সকলেই। জালে উঠে আসা মাঝারি সাইজের ইলিশটি প্রায় ১০ ইঞ্চি লম্বা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কলাপাড়া ইউএনও’র পেইজ থেকে একটি পোষ্ট দেয়া হয়েছে।
এ বিষয়ে সদ্য বদলি অর্ডার পাওয়া ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, পুকুরে জীবন্ত ইলিশ পাওয়া যায় এ কথা বহুবার শুনেছি। বিভিন্ন সময়ে পেপার পত্রিকার পাতায়ও দেখেছি। তবে আজ নিজ চোখে দেখতে পেয়েছি।
মাছটা জালে উঠে আসার পর অনেক সময় ধরে লাফিয়েছে। তবে পুকুরের সঙ্গে পাশ্ববর্তী খালের একটি সংযোগ থাকায় সেখান থেকেও এ মাছের রেনু পুকুরে আসতে পারে বলে ধারণা করেন তিনি।




