ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জয়পুরহাটে যুবদলের বিক্ষোভ সমাবেশ

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জয়পুরহাট জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্রর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আঃ ওহাব, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুবনেতা শরীফুল হক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে কিছু গুপ্ত সংগঠন গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিএনপির জনপ্রিয়তায় ক্ষুব্ধ হয়ে তারা পরিকল্পিতভাবে বিএনপির নামে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। বর্তমানে দেশের আইন শৃংখলা পরিস্থিতি অবনতি হয়েছে। আগামীতে যদি এই গুপ্তচক্র জাতীয়তাবাদী শক্তির নামে মিথ্যা অপপ্রচার চালায়, তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করে তাহলে রাজপথে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন