ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইরাকের শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫০

ইরাকের পূর্বাঞ্চলীয় শহর কুতের একটি শপিং মলে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত মানুষ হতাহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর জানিয়েছে।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি দেশটির সরকারি আইএনএ সংবাদ সংস্থাকে বলেছেন, “বুধবার রাতে একটি প্রধান শপিং সেন্টারে মর্মান্তিক অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা প্রায় ৫০ জনে পৌঁছেছে।” তবে আহত ও নিহতের সংখ্যা স্পষ্ট করেননি তিনি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তবে গভর্নর বলেছেন যে তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে। আইএনএ-কে গভর্নর জানিয়েছেন, “আমরা ভবন এবং শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি” ।

সংবাদটি শেয়ার করুন