ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আমার ২৮টি ব্যাংক হিসাব আছে এটা আমি নিজেও জানি না: আদালতে দীপু মনি

৫৯ কোটি টাকা মানি লন্ডারিং ও ৫ কোটি ৯২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। বুধবার (১৬ জুলাই) দুদকের উপ-পরিচালক এস. এম রাশেদুল হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত এ আদেশ দেন।

এদিন আদালতে দীপু মনি বলেন, আমার বিরুদ্ধে ২৮টি ব্যাংকে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। আমি কিছুই জানি না। আমাকে অন্ধকারে রেখে মামলা করা হচ্ছে। আমার ২৮টি ব্যাংক হিসাব আছে এটা আমি নিজেও জানি না, আমার মাত্র ৬টি ব্যাংক হিসাব আছে। এ সময় নিজের ৬ থেকে ৭ কোটি টাকার সম্পদ আছে বলেও দাবি করেন তিনি।

কারাগারে আইনি সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে দীপু মনি বলেন, ১১ মাস ধরে জেলে আছি, মাত্র দুইদিন আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। আমাকে আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুবিধা দেয়া হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন