কক্সবাজারে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সোমবার (১৪ জুলাই) দুপুরে শহরের পর্যটন হোটেল শৈবাল সংলগ্ন এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় তার সাথে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধাদের রক্তের ওপর নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। তাদের শুধু তারিখে তারিখে নয়, প্রতিনিয়ত স্মরণ করতে হবে। জুলাই যোদ্ধাদের অবদানের কারণেই আমরা স্বৈরাচারমুক্ত একটি দেশ পেয়েছি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাইয়ে নিহত ও আহতদের যে অবদান তা কখনও টাকা দিয়ে পোষানো যাবে না। তবুও আমরা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করছি।
‘জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণের দায়িত্ব পূর্ত মন্ত্রণালয়কে দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এই স্মৃতি স্তম্ভ শুধু দিবসের অনুষ্ঠানের জন্য নয়, বরং প্রতিনিয়ত জুলাই যোদ্ধাদের অবদান মনে রাখার জন্য। তাদের আত্মত্যাগের স্মারক এটি। এই স্মৃতি স্তম্ভের মাধ্যমে স্বজন হারানো পরিবারগুলোও যেনো স্মৃতিচারণ করতে পারে সেই ব্যবস্থাও করতে হবে।
প্রসঙ্গত, ‘জুলাই স্মৃতি স্তম্ভ’টি নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে জেলা প্রশাসন ও সরকারের পূর্ত বিভাগ। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনও বিষয়টি নিশ্চিত করেছেন।




