ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান বিচারপতির সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফায়েত আহসান মাহমুদের সঙ্গে সাক্ষাত করেছেন কানাডার হাইকমিশনার অজিত সিং। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে তিনি এক সৌজন্য সাক্ষাত করেন।

বৈঠকে বাংলাদেশে একটি কার্যকর ও শক্তিশালী বিচার বিভাগ গঠনে কানাডা সরকার সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার অজিত সিং।

বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিচার ব্যবস্থার উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের বিচার বিভাগে চলমান সংস্কার, প্রযুক্তিনির্ভর আধুনিকীকরণ এবং ন্যায়বিচার নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন অজিত সিং। তিনি বলেন, ‘নিরাপদ, দ্রুত ও সাশ্রয়ী বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার বিচার বিভাগকে সর্বাত্মক সহায়তা দিচ্ছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অজিত সিং বলেন, ‘বাংলাদেশের বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিতে কানাডা আগ্রহী। ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আমরা প্রত্যাশা করছি।’

সাক্ষাৎকালে বিচার প্রশাসনে অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন কর্মসূচির সম্ভাবনাও আলোচনায় উঠে আসে। বৈঠকের শেষে প্রধান বিচারপতি কানাডার হাইকমিশনারকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন