জয়পুরহাটের ক্ষেতলালের খান্দার গ্রামের একটি পুকুরে মাছের খাবার হিসেবে মরা মুরগি, পচা ডিম ইত্যাদি ব্যবহারের অপরাধে আবু সালেহ নামে এক মৎস্যচাষীর- ৪০হাজার টাকা জরিমানা (অর্থ দন্ড) আদায় করেছে- ভ্রাম্যমান আদালত।
সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট- আসিফ আল জিনাত আকস্মিক ওই গ্রামে গিয়ে উপস্থিত হন।
প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, তিনি সরেজমিনে উল্লেখিত পুকুর পাড়ে গিয়ে মাছের খাবার হিসেবে- মরা মুরগি, পচা ডিম ইত্যাদি ব্যবহারের অভিযোগ প্রমাণ পেয়ে- তাৎক্ষণিক সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০এর ১২ এর ধারায়- মৎস্যচাষী আবু সালেহকে দোষী সাব্যস্ত করে গ্রামবাসীদের উপস্থিতিতে তার (মৎস্যচাষী-আবু সালেহ’র) ৪০হাজার টাকা জরিমানা (অর্থদণ্ড) আদায় করেন।




