ঢাকা | শুক্রবার
৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে মাছের খাবার মরা মুরগি,পচা ডিম ব্যবহারের দায়ে মৎস্যচাষীর ৪০হাজার টাকা জরিমানা

জয়পুরহাটের ক্ষেতলালের খান্দার গ্রামের একটি পুকুরে মাছের খাবার হিসেবে মরা মুরগি, পচা ডিম ইত্যাদি ব্যবহারের অপরাধে আবু সালেহ নামে এক মৎস্যচাষীর- ৪০হাজার টাকা জরিমানা (অর্থ দন্ড) আদায় করেছে- ভ্রাম্যমান আদালত।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট- আসিফ আল জিনাত আকস্মিক ওই গ্রামে গিয়ে উপস্থিত হন।

প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, তিনি সরেজমিনে উল্লেখিত পুকুর পাড়ে গিয়ে মাছের খাবার হিসেবে- মরা মুরগি, পচা ডিম ইত্যাদি ব্যবহারের অভিযোগ প্রমাণ পেয়ে- তাৎক্ষণিক সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০এর ১২ এর ধারায়- মৎস্যচাষী আবু সালেহকে দোষী সাব্যস্ত করে গ্রামবাসীদের উপস্থিতিতে তার (মৎস্যচাষী-আবু সালেহ’র) ৪০হাজার টাকা জরিমানা (অর্থদণ্ড) আদায় করেন।

সংবাদটি শেয়ার করুন