বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার গত ১৬ বছরে নির্বাচন নিয়ে খেলা করেছে। তারা নির্বাচন পদ্ধতি পরিবর্তনের নামে সারাদেশের নির্বাচনের সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে। উপরোক্ত কথাগুলো বলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য জাহেদুল আলম হিটো।
বৃহস্পতিবার (০৩ তারিখ) বেলা ১১টায় জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হয়ে জেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে তিনি বলেন, আমি বিএনপির রাজনীতির সাথে ছোটবেলা থেকেই জড়িত। অতীতে ছাত্রদল করেছি, বর্তমানে বিএনপির রাজনীতি করছি। আমি সুস্থ্য ধারার রাজনীতি করে জনগনের সেবা করতে চাই। আমি কোন লবিং-গ্রুপিং পছন্দ করিনা। বিএনপির সকল নেতাকর্মীরাই আমার লোক।
আমি বিগত কয়েকটি নির্বাচনে বিএনপি থেকে জয়পুরহাট-২ আসনে সংসদ সদস্য হবার জন্য মনোনয়ন চেয়েছি। এবারও সেই চেষ্টা করে যাচ্ছি। আগামীতে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি সংসদে গিয়ে আইন প্রণেতা হিসাবে জনগনের জন্য কাজ করতে চাই। জাতীয়ভাবে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এসব বিষয়ে সংসদে তুলে ধরে উন্নয়নের পদক্ষেপ নেওয়ার জন্য কাজ করে যাব। জয়পুরহাট জেলা একটি কৃষি প্রধান এলাকা। অত্র এলাকায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাব।
আমি দলের জন্য নিবেদিত প্রাণ হিসাবে অতীতে ছিলাম এখনও আছি। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে কাজ করতে চাই। বর্তমানে দেশে সুস্থ্যধারার রাজনীতিবিদের সংকট চলছে। আমি সেই ধারা নিয়ে সৎ, নিষ্ঠার সাথে কাজ করে স্থানীয় জনগনের ও রাষ্ট্রের আমূল পরিবর্তন করতে চাই। মতবিনিময়সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাবু সওদাগর, জাসাস নেতা নয়নসহ অনেকেই।




