রাজধানীর মুগদায় ছিনতাই করার সময় গণপিটুনিতে আহত আলমিন (২০) নামে এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (০৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) মারা যান তিনি। এর আগে বুধবার (০২ জুলাই) রাত পৌনে ১০টার দিকে মুগদা হাসপাতালের বিপরীত পাশে শান্ত ফিলিং স্টেশনের সামনের রাস্তায় ছিনতাই করার সময় আশপাশের লোকজন গণপিটুনি দেয় তাকে।
মুগদা থানার উপ পরিদর্শক (এসআই) উত্তম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাত আনুমানিক রাত পৌনে ১০টার দিকে সময় মুগদা হাসপাতালের বিপরীত পাশে শান্ত ফিলিং স্টেশন এর সামনে ছিনতাই করার চেষ্টা করে ওই যুবক। এসময় লোকজন তাকে ধরে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকালে মারা যায়।
তিনি আরও বলেন, নিহতের নাম আল আমিন, তবে বিস্তারিত ঠিকানা জানা যায়নি। ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই যুবকের বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।




