ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শৈত্যপ্রবাহ থাকবে আরও একদিন

দেশের বিভিন্ন এলাকায় অন্তত আরও একদিন অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর থেকে এই তথ্য পাওয়া যায়।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, অন্তত আরও একদিন অব্যাহত থাকতে পারে দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ। তারপর শৈত্যপ্রবাহ অনেকটা কমে যাবে। তবে শৈত্যপ্রবাহ কমে যাবার পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, আজ রাজধানীর তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এই মাসের ২৮, ২৯ ও ৩০ তারিখে। তারপর তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

আনন্দবাজার /এস.কে

সংবাদটি শেয়ার করুন