ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আদালত অবমাননা মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

আদালত অবমাননা মামলায় শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়।

বুধবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই প্রথম কোনো মামলায় সাজাপ্রাপ্ত হলেন।

এর আগে সকালে শেখ হাসিনাসহ দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি শুরু হয়। ফাঁস হওয়া অডিও শোনেন ট্রাইব্যুনাল। ‘২২৭ জনকে মারার লাইসেন্স পেয়েছি’ শেখ হাসিনার এ বক্তব্য বিচারব্যবস্থার প্রতি হুমকির বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন