করোনা ভাইরাসে আক্রান্ত ১১ জনকে শনাক্ত করেছে ভারত। এর মধ্যে সাতজন কেরালার, দুজন মুম্বাইয়ের এবং একজন করে বেঙ্গালুরু ও হায়দরাবাদের বাসিন্দা। ভারতে করোনা শনাক্ত হওয়ার পর দেশের আখাউড়া ও বেনাপোল স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ।
বেনাপোল বন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে ভারত থেকে আসা বিদেশি নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে গত শুক্রবার থেকেই। আর ব্রাহ্মবাড়িয়া জেলা স্বাস্থ্য বিভাগ আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে হেলথ ডেস্ক বসিয়ে সোমবার থেকে কাজ শুরু করার উদ্যোগ নিয়েছে।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহানে ফ্লু টাইপের এই করোনা ভাইরাসের সংক্রমণ শুর হয়। পরবর্তীতে প্রাণঘাতী এই ভাইরাসটি চীনের বিভিন্ন প্রদেশ সহ ছড়িয়ে পড়ে কয়েকটি দেশে। করোনা ভাইরাসে শুধু চীনেই এখন পর্যন্ত এক হাজার ২৮৭ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৪১ জন।
জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ম্যাকাও এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ অন্তত ১২টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলোর মধ্যে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট উল্লেখযোগ্য বলে জানিয়েছেন চিকিৎসাবিজ্ঞানীরা। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়া এই ভাইরাস অনেকটাই সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বা সার্সের মতো বলেই তাদের ভাষ্য।
আনন্দবাজার/ডব্লিউ এস