জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের ইতিহাসে আজ এক ঐতিহাসিক দিন। সব ইসলামী দল, ব্যক্তিত্বের মধ্যে ভিন্ন মত থাকা সত্ত্বেও আজকে যে ঐক্যের সম্ভাবনা দেখা দিয়েছে, চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীমের নেতৃত্বে যারা একমঞ্চে বসে আছেন, তারাই নতুন এই ঐক্যের কান্ডারী। এই নতুন ইতিহাস সৃষ্টিতে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন আয়োজিত জাতীয় মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে গোলাম পরওয়ার বলেন, সংস্কার কমিশনের চেয়ারম্যান আপনি। একইসঙ্গে সিইসিকে বলতে চাই। পিআর পদ্ধতি ছাড়া কোন নির্বাচন দেশের মানুষ গ্রহণ করবে না। আপনারা নিরপেক্ষ থাকার অঙ্গীকার রক্ষা করুন। আপনারা সোজা থাকবেন। এরইমধ্যে পক্ষপাতিত্বে কিছু আলামত দেখতে পেয়েছি। আপনাদের কাছ থেকে কোন পক্ষপাতিত্ব চাই না।
গোলাম পরওয়ার বলেন, দুই হাজার ছাত্রজনতার জীবন, হাজার হাজার মানুষের জেলজুলুম, হত্যা, ফাঁসির বিনিময়ে যে সংগ্রাম সফল হয়েছে তা আমরা ব্যর্থ হতে দেব না।




