ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

উন্নত রাষ্ট্র গঠনে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা জরুরি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, “উন্নত রাষ্ট্রে পরিণত হতে হলে তরুণ সমাজকে অবশ্যই মাদকমুক্ত রাখতে হবে।” তিনি বলেন, যেকোনো দেশের অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো দক্ষ ও সচেতন যুবসমাজ, আর বাংলাদেশেও তা প্রমাণিত হয়েছে ইতিহাসের নানা সন্ধিক্ষণে।

তিনি আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫’ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

উপদেষ্টা বলেন, দেশে মাদক চোরাচালানে নারী, শিশু ও কিশোরদের ব্যবহার উদ্বেগজনক। ফলে এই শ্রেণির মধ্যে অপরাধপ্রবণতা ও আসক্তি বেড়েছে। এ সমস্যা সমাধানে স্বরাষ্ট্র, মহিলা ও শিশু, এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।

তিনি জানান, প্রযুক্তির বিকাশের ফলে নতুন ধরনের সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদক (New Psychoactive Substances – NPS) চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে নতুন কৌশল ও নজরদারি পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, সরকার ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (কর্মকর্তা-কর্মচারী) অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা-২০২৪’ অনুমোদন দিয়েছে এবং ১ম ব্যাচের অস্ত্র প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে। এছাড়া, সাতটি বিভাগীয় শহরে প্রায় ১,৪০০ কোটি টাকা ব্যয়ে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নির্মাণ প্রকল্পও একনেকে অনুমোদিত হয়েছে। ভবিষ্যতে বিভাগীয় পর্যায়ে পৃথক কারাগার স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, “বাংলাদেশে মাদক উৎপাদন হয় না। এটি পাশ্ববর্তী দেশ থেকে পাচার হয়ে আসে এবং আমাদের যুব সমাজকে ধ্বংস করছে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হতে হবে।”

মাদকবিরোধী প্রচারে সামাজিক অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, “যে পরিবারে মাদক প্রবেশ করে, কেবল তারাই এর ভয়াবহতা উপলব্ধি করতে পারে।”

আলোচনা সভা শেষে একটি তথ্যচিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান, স্যুভেনির ও বার্ষিক মাদক প্রতিবেদন (‘Annual Drug Report 2025’) মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রের অংশগ্রহণে নির্মিত স্টল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন