‘প্লাস্টিক দূষণ আর নয়।’ – এ প্রতিপাদ্য কে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় জেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে- সকালে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারের সভাপতিত্বে দিবসের প্রতিপাদ্যের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন।
পরে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।




