ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইসরায়েলের সামরিক বাহিনী কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের ঘাটতির মুখে পড়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ।
মার্কিন তিনজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদন তারা এ তথ্য প্রকাশ করেছে। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল বর্তমানে গোলাবারুদ ও অস্ত্র মজুদে সংকটে পড়েছে।
এই খবরে এমন সময় প্রকাশ পেলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে।
তবে এখন পর্যন্ত ইসরায়েল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।




