পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করতে জয়পুরহাটে ৩ দিন ব্যাপী শুরু হয়েছে জাতীয় ফল মেলা ২০২৫ । জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী জয়পুরহাট এর আয়োজনে বৃহস্পতিবার সকালে ১১ টায় সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, জামালগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ মজিবুর রহমান, জেলা মৎস কর্মকর্তা মাসুদ রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার রাফসিয়া জাহান, অতিরিক্ত কৃষি অফিসার মাসুদ পারভেজ ও উদ্ভিদ সংরক্ষাণ উপ সহকারী অফিসার অমোল চন্দ্র মন্ডল।
তিনদিন ব্যাপী এ জাতীয় ফল মেলায় স্টলের মাধ্যমে স্থানীয় ভাবে উৎপাদিত বিভিন্ন মৌসুমী ও বারোমাসী ফল প্রদর্শন করা হয়।