নির্বাচন কমিশনে শুরু হয়েছে কমিশন সভা। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১ টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্ব শুরু হয় এই কমিশন সভা। এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য চার কমিশনারসহ উচ্চ পদস্থ সব কর্মকর্তারা।
রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণ সংক্রান্ত এবং বিবিধ বিষয় রয়েছে এ সভার আলোচ্যসূচির মধ্যে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংসদী আসন পুনর্নিধরণ বিষয়ে ৬০০ টির বেশি আবেদন পড়েছে। এছাড়া এখন পর্যন্ত ৭০ এর বেশি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য কমিশনে আবেদন করেছে।
গত ১২ মে জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ জারি করে সরকার। সংসদের ৭৫টি আসনের সীমানা পুনর্নির্ধারণে এখন পর্যন্ত ৬০৭টি আবেদন পেয়েছে ইসি।
সংসদ নির্বাচনের আগে সীমানা নির্ধারণের বাধ্যবাধকতা রয়েছে। সেজন্য ৩০০ আসনের সীমানার খসড়া প্রকাশ করে ইসি। এ খসড়া প্রস্তাবের ওপর দাবি-আপত্তি শুনানি শেষে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়।