বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়পুরহাট জেলা আহ্বায়ক কমিটির ঈদ পুর্ণমিলনী ও পরিচিত সভায় আইনজীবী ভবনের চতুর্থ তলায় অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৭ জুন) বেলা আড়াইটায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক এ্যাড. এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুর্ণমিলনী ও পরিচিত সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ্যাড. মোঃ শফিকুল ইসলাম টুকু। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জিপি এ্যাড. ছালামত আলী, পিপি এ্যাড. শাহনুর রহমান শাহীন, নারী ও শিশু পিপি এ্যাড. রিনাত ফেরদৌস রিনি, বগুড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোবামের সভাপতি এ্যাড. আতাউর রহমান মুক্তা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম তরুণ, সাধারণ সম্পাদক এ্যাড. আবু তাহের সরদার প্রমুখ।




