ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশে মূল্য বাড়ানোর চিন্তা নেই: অর্থ উপদেষ্টা

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে দেশে এখনই তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। তবে দেশের অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ানোর বিষয়ে সরকার এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘আমদানির ক্ষেত্রে এখনো আগের দামেই জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আসছে। তবে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে তখন নতুন করে চিন্তা করা হতে পারে।’

ইরান-ইসরায়েল যুদ্ধে প্রভাব বাংলাদেশে পড়তে পারে উল্লেখ্য করে অর্থ উপদেষ্টা বলেন, যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশেও প্রভাব পড়তে পারে। তবে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা।

হরমুজ প্রণালি সম্পর্কে তিনি বলেন, এ ছাড়া হরমুজ প্রণালি বিশ্ববাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ রুট, তবে সরকার আশা করে এ যুদ্ধ দীর্ঘায়িত হবে না।

সংবাদটি শেয়ার করুন