লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে কারফিউ কার্যকর হওয়ার পর গণহারে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতে শুরু করেছে এলএপিডি (লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট)। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কারফিউ ঘোষিত এলাকায় প্রায় ১০ থেকে ২০ জনকে গ্রেপ্তার করতে দেখা গেছে।
একজন বিক্ষোভকারীকে শারীরিকভাবে দমন করে মাটিতে ফেলে তার হাত পেছন দিকে বেঁধে রাখা হয় প্লাস্টিকের জিপ-টাই দিয়ে। বেশিরভাগ বিক্ষোভকারী এরই মধ্যে এলাকা ছাড়লেও পুলিশ ধীরে ধীরে পুরো এলাকা খালি করেছে বলে জানিয়েছেন সিএনএনের প্রতিবেদক নিক ওয়াট।
এদিকে, ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের একটি হেলিকপ্টার লস অ্যাঞ্জেলেসের লিটল টোকিও এলাকায় কারফিউ বাস্তবায়নের সময় প্রায় এক হাজার ফুট উপর দিয়ে চক্কর দিচ্ছে বলে জানা গেছে ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে। বিক্ষোভ নিয়ন্ত্রণে এই পুলিশি পদক্ষেপকে কেন্দ্র করে নগরজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এর আগে, অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর কড়া অবস্থানকে সমর্থন জানিয়ে বক্তব্য দেয়ার পর এই বিক্ষোভগুলো আরও জোরদার হয়। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ-পূর্বে সান্তা আনা শহরেও বিক্ষোভ হয়েছে।
ক্যালিফোর্নিয়ার উপকূলীয় শহর সান ফ্রান্সিসকোতে ব্যাপক বিক্ষোভ হয়। সেখানে প্রায় ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বাইরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিউইয়র্ক সিটিতে ফেডারেল ভবনের সামনে গাড়ি আটকে দিয়ে প্রতিবাদ করায় অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ।




