ঢাকা | রবিবার
১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন গ্রেপ্তার

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। তবে তাঁর নামে কোনো মামলা না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।

ইমিগ্রেশন সূত্র জানায়, বিশেষ যোগাযোগের মাধ্যমে শাহাবুদ্দিন আহম্মেদ ‘মেডিকেল ভিসা’ নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। যদিও বর্তমানে ভারত সরকার বাংলাদেশিদের ভিসা প্রদান কার্যত বন্ধ রেখেছে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটি চক্র তার ভারতে যাওয়ার ব্যবস্থা করছিল। তবে দায়িত্বশীল এক কর্মকর্তার হস্তক্ষেপে শেষ মুহূর্তে বিষয়টি ধরা পড়ে। বন্দর, কাস্টমস ও ইমিগ্রেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চক্রটির সংশ্লিষ্টতা শনাক্ত করা যেতে পারে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াছ হোসেন চৌধুরী জানান, পাসপোর্ট যাচাই-বাছাইয়ে তাঁর বিরুদ্ধে ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলা শনাক্ত হয়। পরে তাঁকে পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পোর্ট থানার উপপরিদর্শক পবিত্র বিশ্বাস জানান, গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে। তাঁকে সীমান্ত পারাপারে কোনো চক্র সহযোগিতা করেছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন