ঢাকা | সোমবার
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

লঞ্চে উঠতে গিয়ে বুড়িগঙ্গায় পড়ে গেলেন নারী-শিশুসহ ৫ যাত্রী

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রেল ও সড়কপথের পাশাপাশি সদরঘাটেও ঘরমুখো মানুষের ঢল নেমেছে। স্বজনদের সঙ্গে ঈদ করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন সবাই। এই ভিড়ের মধ্যে সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে নারী-শিশুসহ ৫ যাত্রী বুড়িগঙ্গায় পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরের দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।

তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সবাই। ঘটনার পরপর স্থানীয়দের কয়েকজন দ্রুত পানিতে নেমে পড়েন। তারা পানিতে তলিয়ে যাওয়া থেকে তাদের রক্ষা করলে একপর্যায়ে লঞ্চের রশি বেয়ে সবাইকে একে একে উপরে টেনে তুলেন অন্যরা। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাকবলিত ওই যাত্রীদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঈদযাত্রায় অতিরিক্ত চাপের কারণে সদরঘাটে লঞ্চে ওঠার সময় ধাক্কাধাক্কিতে ওই পাঁচজন যাত্রী বুড়িগঙ্গায় পড়ে যান। পরে ঘটনার পরপরই দ্রুত স্থানীয় কয়েকজন পানিতে ঝাঁপিয়ে পড়েন এবং তলিয়ে যাওয়ার আগেই সবাইকে উদ্ধার করে নিরাপদে উপরে তোলেন। একপর্যায়ে লঞ্চের রশি ও ঘাটের সিঁড়ি ব্যবহার করে সবাইকে উদ্ধার করা হয়। তারা প্রত্যেকে সুস্থ রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন