অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গুয়েন লুইস। বুধবার (৪ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের ডিকাব টকে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়। জাতিসংঘের সংজ্ঞা মতে সমাজে সব শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয়।
এ সময় তিনি বলেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি চূড়ান্ত। শিগগিরই ছোট আকারে তা চালু হবে।
অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার উদ্যোগকে জাতিসংঘ সমর্থন করে জানিয়ে তিনি বলেন, নির্বাচন আগে সংস্কার হবে কিনা সে বিষয়ে বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে, জাতিসংঘ নয়।
ঐক্যমত কমিশন প্রসঙ্গে তিনি আরও বলেন, ঐক্যমত কমিশনের কাজ জটিল। জাতিসংঘ মনে করে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে এটি সহায়তা করবে।
জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের মাধ্যমে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে।
বহুল আলোচিত রাখাইন রাজ্যে ত্রাণসামগ্রী পাঠানোর জন্য করিডোর প্রসঙ্গে তিনি বলেন, করিডর ইস্যুতে কোনো ধরনের আলোচনার সঙ্গে জড়িত নয় জাতিসংঘ।




