আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা বলেন, “ঈদ যাত্রায় কোনো ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় চলতে পারবে না। রঙ করে গাড়ি সুস্থ দেখালেও তা চলাচলের অনুমতি পাবে না।” যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাসে ডাকাতি প্রতিরোধে বাড়তি ব্যবস্থা হিসেবে বিভিন্ন স্টপেজ থেকে যাত্রীদের ছবি তোলার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, ঈদ মৌসুমে কোনো অদক্ষ চালক যেন গাড়ি না চালায় সে বিষয়ে বাস মালিকদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। গত ঈদের মতো এবারও সরকার নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। মালিকপক্ষও অতিরিক্ত ভাড়া না নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সারা দেশের নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। “জননিরাপত্তার স্বার্থে আইন-শৃঙ্খলা বাহিনীর সকল ছুটি বাতিল করা হয়েছে,” বলেন উপদেষ্টা।
সড়কের চাঁদাবাজি বন্ধে এক প্রশ্নের জবাবে পরিবহন মালিক-শ্রমিক পরিষদের সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন চাঁদাবাজ যে দলেরই হোক তাদের কঠোর হস্তে দমন করা হবে। কোন ছাড় দেওয়া হবে না।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, আইজিপি বাহারুল আলম বিপিএম, পরিবহন মালিক-শ্রমিক পরিষদের সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




