শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
রবিবার বিকেল ৫টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের নেতৃত্বে দরিদ্র, অসহায় ও পথশিশুদের জন্য খাবার বিতরণের আয়োজন করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দ, ক্যাম্পাসে গেটে এবং ভিক্টোরিয়া পার্কে অবস্থানরত দুস্থদের মাঝে এই খাবার বিতরণের কর্মসূচি পালন করা হয়।
এসময় জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁর আদর্শ ও দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তাঁর দেশগঠনের স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদল সবসময় জনগণের পাশে থাকবে।”
এই খাবার বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন সৌরভ, ফারুক রানা, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, রাকিব তালুকদার, মোবারক হোসেন, ইয়াসির আরাফাত, আরিফুল ইসলাম আরিফ, মনির হোসেন, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন, মেহেদী হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল সদস্য নাইমুর রহমান দূর্জয়, রাহাত হাসান, মেহেদী হাসান ইমন, মেহেদী হাসান সাগর, সজীব হাসান, মিঠু আলী, মাসফিকুল ইসলাম রাইন, সাইফুল ইসলাম, আব্দুর রহমান নয়ন, মো. মনিরুজ্জামান, তানভীর ইভান, আতাউল্লাহ আহাদ, আব্দুর রহমান, মাহমুদুল হাসান নাইম, ছাত্রদল নেতা সৌরভ, টিংকু, মামুনুর রশীদ, শাহারুল ইসলাম প্রমুখ।
খাবার বিতরণ শেষে নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করেন।




