”দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠি এক সাথে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা সহ নানা কর্মসূচিতে- ‘বিশ্ব দুগ্ধ দিবস’ পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকাল১১ টায় জেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে এবং প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায়- জেলা প্রাণি সম্পদ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি সবুজ নগর সড়ক পর্যন্ত গিয়ে পুনরায় ফিরে এলে- জেলা প্রাণি সম্পদ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মহির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত- এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন ও সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম।
এতে অন্যান্যের মধ্যে- বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন সভাপতি সাদমান আলিফ লাম রায়হান ও জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডা. রুস্তম আলী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষ পর্বে- বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।




