অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে এই যুদ্ধ হেলিকপ্টার কিনবে বলে জানা গেছে।
এশিয়ান রিভিউয়ের প্রতিবেদনে বোয়িংয়ের এক কর্মকর্তা জানায়, এএইচ-সিক্সফোরই মডেলের হেলিকপ্টার কেনার আগ্রহ প্রকাশ করেছে ঢাকা। তুলনামূলক ভাবে কম দাম ও সক্ষমতার ওপর বিবেচনা করে দেখা যাচ্ছে এটি বাংলাদেশের জন্য উপযুক্ত।
বোয়িংয়ের ইন্টারন্যাশনাল ভার্টিকাল লিফট সেলসের পরিচালক টেরি জ্যামিসন বলেন, এএইচ-সিক্সফোরই অ্যাপাচি গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার কেনার ব্যাপারে বোয়িংয়ের সাথে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যোগাযোগ করেছে। সস্তা ও সক্ষমতার কারণে অ্যাপাচি কিনতে সক্রিয়ভাবে বিবেচনা করছে বাংলাদেশ।
আনন্দবাজার/এম.কে