ঢাকা | সোমবার
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় এবি পার্টি

এবি পার্টির চেয়ারম্যান মুজিবর রহমান মঞ্জু বলেছেন, নির্বাচন দিতে সবকিছুর ওপর প্রধান উপদেষ্টার নেতৃত্ব ও কর্তৃত্ব দরকার। রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

এবি পার্টির এ নেতা বলেন, নির্বাচন দিতে সবকিছুর ওপর প্রধান উপদেষ্টার নেতৃত্ব ও কর্তৃত্ব দরকার। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোসহ সবার সমঝোতা দরকার। এবং এর ভিত্তিতে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা দরকার।

তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, সবার সঙ্গে সমঝোতার মাধ্যমে আগামী বছরের ৫ ফ্রেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা করা যায় কি না- সেটা ভেবে দেখতে।

মঞ্জু বলেন, জুলাই অভ্যুত্থানের পর ছাত্রদের ঐক্য ধরে রাখা যায়নি। উপদেষ্টা পরিষদের কেউ কেউ এর জন্য দায়ী।

সংবাদটি শেয়ার করুন