ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ঈদ-উল-আযহায় কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ দুপুরে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। “

উপদেষ্টা বলেন, কোরবানির অধিকাংশ পশু প্রথম দিনেই জবাই হয়। তাই দুর্ভোগ কমাতে ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য সরিয়ে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য দুই সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

এ বছর ঢাকায় ২০টি কোরবানির হাট বসবে। প্রতিটি হাটে ৭০ জন আনসার সদস্য মোতায়েন থাকবে নিরাপত্তায়। পাশাপাশি থাকবে পশু ও মানুষের চিকিৎসার জন্য ডাক্তারও।

হাটের যানবাহন রাস্তায় চলাচল করতে পারবে না বলেও তিনি জানান । প্রতিটি হাটকেই রাস্তা থেকে দূরে নির্ধারিত জায়গায় আয়োজন করতে হবে।

চামড়া সংরক্ষণ নিয়েও কথা বলেন উপদেষ্টা। তার ভাষায়, “প্রতি বছর চামড়া নষ্ট হয়। এবার যেন গরীব ও এতিমরা চামড়ার ন্যায্য দাম পায়, সেই ব্যবস্থা করা হয়েছে।”

হাটের হাসিল নিয়ে তিনি বলেন, এবার কমানো সম্ভব হয়নি, তবে চেষ্টা চলছে যাতে আগামী বছর ৩ শতাংশে নামিয়ে আনা যায়।

সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

সংবাদটি শেয়ার করুন