ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে নানা কর্মসূচিতে  ৩দিন ব্যাপি ‘ভূমি মেলা’ শুরু

 ‘ নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’।- এ প্রতিপাদ্য কে সামনে রেখে নানা আয়োজনে- ৩দিন ব্যাপী ‘ভূমি মেলা’ শুরু হয়েছে।

ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প এর সহযোগিতায়- রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে- এ ‘ভূমি মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন- জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

এ উপলক্ষে পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে- 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে- ‘ ভূমি সেবা অটোমেশন: বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথনকশা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহা: সবুর আলীর সভাপতিত্বে  আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি রাজিব কুমার বিশ্বাস,সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান,জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ। 

সংবাদটি শেয়ার করুন